ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ৮ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহম্মেমদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। 
তামিমের বদলে খেলবেন নাইম শেখ আর তাসকিনের বদলে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। 

প্রথম ম্যাচ হারলেও এবার আর সেই ভুল করতে চায়না টাইগাররা। সিরিজে ফিরতে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই কড়ার প্রত্যয় বাংলাদেশের। 

মেগা ইভেন্টের আগে এই দলের সাথে তাই কোনোভাবেই সিরিজ হাতছাড়া করতে চায়না লাল সবুজের প্রতিনিধিরা। 

এদিকে জয়ের ছন্দ ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় আফগানিস্তান। তাই প্রথম ম্যাচে জয়ী একাদশ থেকে কোনো পরিবর্ত আনেনি আফগানিস্তান। 

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও সালেম সাফি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি